।।ছয়।। উচ্চ রক্তচাপ: প্রকারভেদ





যত লোক উচ্চ রক্তচাপে ভোগে তাদের মধ্যে শতকরা ৯০-৯৫ জনের ক্ষেত্রে আর কোন কারণ খুঁজে পাওয়া যায় না শুনতে অবাক লাগলেও অনেক দামী দামী পরীক্ষা-নিরীক্ষা  করিয়েও তাদের উচ্চ রক্তচাপের কারণ খুঁজে বের করা যায় না এ ধরণের উচ্চ রক্তচাপ প্রাথমিক উচ্চ রক্তচাপ (Primary or essential hypertension) বলা হয় বাকী শতকরা ৫ থেকে ১০ জনের ক্ষেত্রে রক্তচাপের কারণ খুঁজে পাওয়া যায় এ জন্য এ সকল উচ্চ রক্তচাপকে উপসর্গিক উচ্চ রক্তচাপ বা সেকেন্ডারি উচ্চ রক্তচাপ (Secondary hypertension)  বলা হয়

উচু রক্তচাপের শ্রেণী বিভাগঃ

প্রাথমিক উচ্চ রক্তচাপ (Primary or essential hypertension) (৯০-৯৫%)
উপসর্গিক বা সেকেন্ডারি রক্তচাপ(Secondary hypertension) (৫-১০%) বিভিন্ন কারণে এটা হতে পারে নীচে কতগুলি গুরুত্ব পূর্ণ কারণ উল্লেখ করা হলো
·        কিডনির রোগ
o       আকস্মিক কিডনির প্রদাহ (Acute glomerulonephritis)
o       দীর্ঘ মেয়াদী কিডনি প্রদাহ (Chronic   glomerulonephritis)
o       পায়েলোনেফ্রাইটিস (Pyeloniephritis)
o       কোলাজেন-ভাস্কুলার রোগসমূহ (Collagen-vascular diseases)
o       পলিসিস্টিক কিডনি(Polycystic kidney diseases)
o       কিডনির ধমনীর সরুত্ব (renal artery stenosis)
·        অন্তঃক্ষরা গ্রন্থির রোগ
o       ফিওক্রোমোসাইটোমা (Phaeochromocytoma)
o       কুশিংস সিনড্রোম (Cushing’s syndrome)
o       কনস সিন্ড্রোম (Conn’s syndrome)
o       হাইপারপ্যারাথাইরয়েডিজম(Hyper-parathyroidism)
o       অ্যাক্রোমেগালি (Acromegaly) 
·         কোয়ারকটেসন অব অ্যাওর্টা (Coarctation of aorta)
·        অ্যালকোহল
·        ওষুধ
o       জন্ম নিরোধক বড়ি
o       অ্যানাবলিক স্টেরয়েড
·        গর্ভকালীন জটিলতা
o       প্রি ইক্লাম্পশিয়া(Pre-eclampsia)
o       ইক্লাম্পশিয়া (Eclampsia)

উপসর্গিক বা সেকেন্ডারি উচ্চ রক্তচাপ অর্থাৎ যে সব উচ্চ রক্তচাপের কারণ খুঁজে পাওয়া সেগুলির কারণ দূর করতে পারেলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যেতে পারে কিন্তু প্রাথমিক উচ্চ রক্তচাপের কারণ খুঁজে পাওয়া যায় না বলে তা ভয়ের কারুন এবং আজীবন চিকিৎসা করতে হয়




No comments:

Post a Comment