কারও রক্তচাপ সহসা খুব বেশী বেড়ে যাওয়া খারাপ। এর ফলে দ্রুত
কোনো অঙ্গের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে; এমনকি মৃত্যুও হতে পারে। এসব ক্ষেত্রে
জরুরী ভিত্তিতে রক্তচাপের ওষুধ প্রয়োগ করে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে
আনতে হয়। যেমনঃ উচ্চ রক্তচাপজনিত
এনসেফালোপ্যাথি, মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক , হৃদপিণ্ডের বিকলতা, ইক্লাম্পসিয়া
ইত্যাদি। এজন্য এসকল অবস্থাকে হাইপারটেনসিভ ইমারজেনসি বলা
হয়।
কোন অঙ্গের ক্ষতি
হওয়ার ভয় না থাকলে উচ্চ রক্তচাপ চব্বিশ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা উচিৎ। এ ধরণের অবস্থাকে
হাইপারটেনসিভ আরজেনসি ( Hypertensive urgency) বলে ।
No comments:
Post a Comment