।।এগারো।। উচ্চ রক্তচাপ ও চোখ



 
          অনেক দিন উচ্চ রক্তচাপ থাকলে শরীরের ছোট ছোট ধমনী এবং রক্তজালিকার প্রাচীরে কিছু পরিবর্তন ঘটে একমাত্র চোখের ভেতরে রেটিনাতে এটা সরাসরি দেখা সম্ভব সাধারণত অফথ্যালমোস্কোপ (opthalmoscope) নামে পরিচিত যন্ত্র দিয়ে রেটিনার ধমনীতে উচ্চ রক্তচাপ জনিত পরিবর্তন পরীক্ষা করা যায়  যত বেশী দিন উচ্চ রক্তচাপ থাকবে এবং রক্তচাপের মাত্রা যত বেশী হবে এ পরিবর্তন তত প্রকটাকারে ধরা পড়বে উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীর প্রাচীর শক্ত হওয়া ছাড়া এখানে রক্তক্ষরণ  (haemorrhage) হতে পারে ; একজুডেটস (Exudates) জমা হতে পারে একজুডেটস  হচ্ছে সাদা তুলোর মতো বা হলুদ চর্বির মতো প্রোটিন এবং ফ্যাটের আস্তর যা রেটিনার গায়ে লেগে থাকে। রক্তচাপের মাত্রা খুব বেশী হলে প্যাপিলিডিমা (Papilloedema) হতে পারে
রেটিনায় রক্ত সবরাহকারী ধমনী এবং শিরা যে পথে ঢোকে সেখানে একটি ছোট খাটো চাকতির মতো গর্ত থাকে যা অপটিক ডিস্ক  (Optic disk)  নামে পরিচিত প্যাপিলিডিমা হলে এটি ফুলে ওঠে এটা হওয়ার অর্থ রক্তচাপের মাত্রা খুব বেশী এবং রোগী মারাত্মক উচ্চ রক্তচাপে (malignant hypertension) ভুগছে এসব ক্ষেত্রে জরুরী ভিত্তিতে চিকিৎসা শুরু করার প্রয়োজন হতে পারে চোখের রেটিনাতে রক্তক্ষরণ বা প্যাপিলিডিমা অন্যান্য আরও রোগেও হতে পারে এজন্য এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিৎ

No comments:

Post a Comment